রাইক দরশ পরশ রস লালসে
বিদগধ নাগররাজ।
পরিহরি মুরলি খুরলি অতি আকুল
আওল নিধুবন মাঝ।।
হরি হরি কি কহব মনমথ কাজ।
সংকেত বিহনে গহনে পহুঁ ভরমই
জনু মাতল গজরাজ।।
সহচরি সঙ্গে রঙ্গে বর-নাগরি
যাহা গাঁথই ফুলদাম।
সোই নিকুঞ্জে আসি অতি হরষিত
বদরি-কোরে বহু শ্যাম।।
দূরহিঁ নয়নে নয়নে দুহুঁ মীলল
উপজল প্রেম তরঙ্গ।
দীনবন্ধু তথি করতহিঁ সংগতি
কঠিন ঘটন নব-অঙ্গ।।