রাইক বয় বরণ বেশ সমতুল
সুবল বিনোদিনী সাজ।
রন্ধন পরিবেশন গৃহ লেপন
অবধি কয়ল সব কাজ।।
সুবল রসময় চতুর সুজান।
যমুনা-জল-অব- গাহন ছল করি
কুঞ্জে করল পয়ান।।
গাগরি বারি ঢারি ভরি মোদক
পুরি ঝুরি বিবিধ মিঠাই।
তাম্বুল কর্পূর লেই চলু খরতর
গুরুজন নয়ন ছাপাই।।
চঞ্চল বাম নয়ন ঘন চাহনি
বাম চরণ গতি মন্দ।
ও পদ-পঙ্কজ- রজ-ধূসর অলি
কতদিনে হব দীনবন্ধু।।