রাইক পিরীতিবচনে কানু উলসিত
লোচনে আনন্দ বারি।
শ্রবণে মনোরথ পুলকে পুরল তনু
পুন পুন কহে বলিহারি।।
রীঝি রীঝি হিয়ে হিয়ায় মিলায়ই
কত যে সাধ তছু মরমে।
রসভরে মুখে মুখ নিবেশিয়া নাগর
রহে রসনারসমিলনে।।
অঙ্গহি অঙ্গ মিশাইয়া এক হয়ে
প্রেমভরে কছু নাহি জানে।
এমন পিরীতি আর কথিহু না পেখিয়ে
দুহুঁ এক শকতি বিধানে।।
হব গিরিজা জনু মিলন আরাধনে
কতয়ে বাঢ়য়ে রতিরঙ্গ।
অনঙ্গ অঙ্গ ভেল দুহুঁ তনু মীলল
রায় বসন্ত সখি সঙ্গ।।