প্রেমে মত্ত মহাবলী চলে দশ দিগ দলি
ধরণী ধরিতে নরে ভার।
অঙ্গভঙ্গী সুন্দর গতি অতি মন্থর
কি ছার কুঞ্জর মাতোয়ার।।
প্রেমে পুলকিত তনু কনক কদম্ব জনু
প্রেমধারা বহে দুটী আঁখে।
নাচে গায় গোরাগুণে পূরুব পৈড়াছে মনে
ভাইয়া ভাইয়া বলি ডাকে।।
হুহুঙ্কার মালসাটে কেশরীর রব ছুটে
ফাটি মরে পাষণ্ডীর জনা।
লগুড় নাহিক সাতে অরুণ কঞ্জক হাতে
হলধর মহাবীর বাণা।।
কেবল পতিত বন্ধু রেঙ্কর রতন সিন্ধু
অন্ধের লোচন পরকাশ।
পতিতের অবশেষে রহি গেল গুপ্তদাসে
পুনঃ পহুঁ না কৈল তলাস।।