প্রেমেতে অবশ হয়ে প্রাণনাথের মুখ চেয়ে
কহিছেন বিনোদিনী রাধা।
ধর মোর বেশর ধর আপন আঁচরে কর
তোমার মুরলী রাখ বান্ধা।।
হারি যদি হে নাগর নাহি লব এ বেশর
জিনি যদি নাহি দিব বাঁশী।
বাঁশীটি জিনিয়া লব আপন করিয়া থোব
নতুবা হইব তব দাসী।।
শ্যাম কহেন হাসি হাসি আমার মোহন বাঁশী
পাষাণ দ্রবয়ে যার গানে।
এক গুণের বাঁশী মোর কত ধনের বেশর তোর
সমান করহ কোন্ গুণে।।
রাই বলে শুন শ্যাম বেশর যাহার নাম
সতত দোলয়ে নাসা মাঝে।
যে বেশরে মুখ আলা আপনি ভুলেছ কালা
হেন বেশর নিন্দ কোন লাজে।।
তোমার বাঁশীটি ভাল লইতে অবলাকুল
হাথে মোর ঠেকেছ এবার।
অকিঞ্চন দাসে কয় এত কভু ভাল নয়
ফিরায়ে দিওনা বাঁশী আর।।