• অতঃপর কিছু পরে রাধা বিনোদিনী
    অতঃপর কিছু পরে রাধা বিনোদিনী। চলিলা মন্দিরে নিজ লইয়া সঙ্গিনী।। আয়ানের বেশ ধরি শ্রীহরি তখন। জটিলা নিকটে ত্বরা করিলা গমন।। কহিলা শুনহ মাতা সে লম্পট হরি। আসিবে রাধার গৃহে মম বেশ ধরি।। কদাচ তোমরা তারে পশিতে না দিবে। যদি না নিষেধ মানে ইষ্টক মারিবে।। বহির্দ্বার বন্ধ করি বৈসহ উপরে। চলিলাম আমি এখন রাধার মন্দিরে।। এত […] keyboard_arrow_right
  • অভিমন্যু বেশে হরি যথা
    অভিমন্যু বেশে হরি যথা। তুরিতে কুটিলা গিয়া তথা।। মালা দুটি করেতে সঁপিল। রোখভরে নিকটে দাঁড়াইল।। নিরখি কপট ক্রোধে জ্বলি। কহিছে চতুর বনমালী।। আজি আমি মথুরায় যাব। কংসে কহি সাজা দেওয়াইব।। তুমি চলি যাও ভবনেতে। আমি আসি মথুরা হইতে।। এত বলি করিল গমন। অকিঞ্চন আনন্দিত মন।। keyboard_arrow_right
  • আয়ান আসিয়া ডাকিছে হাঁকিয়া
    আয়ান আসিয়া ডাকিছে হাঁকিয়া দাঁড়ায়ে বাহির দ্বারে। দ্বার খোল বলি মাতা ও ভগ্নীরে ঘন ঘন ডাক ছাড়ে।। উপরে থাকিয়া কুটিলা কহিছে রাঙা করি দুটি আঁখি। তোর চতুরতা আজি বুঝিয়াছি নিতি নিতি দাও ফাঁকি।। উপরে যেমন বরণ কালিম ভিতরে তেমনই কালি। দূর হ রাখাল কুল মজানিয়া নতুবা খাইবি গালি।। শ্রমেতে কাতর আয়ান তখন রক্তিম নয়নে চায়। […] keyboard_arrow_right
  • আয়ানের বেশে হরি বাহির হইলা
    আয়ানের বেশে হরি বাহির হইলা। কুটিলা নিকটে গিয়া তুরিতে ভেটিলা।। আয়ানের স্বরে তারে বলিছেন বাণী। কুটিলে বিজন বনে কেন একাকিনী।। আমি ভ্রমিতেছি করি বৃষ অন্বেষণ। তুমি কোন্ অভিপ্রায়ে কৈলে আগমন।। কুটিলা কহিছে করি বধু অন্বেষণে। করিয়ে স্নানের ছলা এসেছে এ বনে।। হরি কহেন মুখে রোষ করিয়া প্রকাশ। আমি হেথা বসি তুমি করহ তল্লাস।। যদি কৃষ্ণ […] keyboard_arrow_right
  • একদিন একাকিনী ভাগ্যবতী নন্দরাণী
    একদিন একাকিনী ভাগ্যবতী নন্দরাণী করিছেন মঞ্জুষা সাজন। হেনকালে তথা হরি সুবলেরে সঙ্গে করি উপজিয়া জননীরে কন।। এ পেটিকা কার তরে সাজাইছ যত্ন করে দিবে মা দাদায় কি আমারে। রাণী কহে উৎকৃষ্ট তোমাদের আছে কৃষ্ণ এ মঞ্জুষা দিব রাধিকারে।। বলি রাণী আন কাজে গেলে নানা করি ব্যাজে সুবলেরে বান্ধিতে কহিলা। সেই অবকাশে হরি নিভৃতে মন্ত্রণা করি […] keyboard_arrow_right
  • কুটিলা তখন হরষিত মন
    কুটিলা তখন হরষিত মন প্রবেশিল কুঞ্জগৃহ। কৃত্তিদাতনয়া আছেন বসিয়া যথা সখীগণ সহ।। দেখি কুটিলায় ললিতা সুধায় এসেছ কি স্নান তরে। কহিছে কুটিলা কত জান ছলা শিখাইব ভাল কোরে।। স্নানের লাগিয়া বধুরে আনিয়া লম্পট কালায় দিলি। মোর পিতৃকুলে কালি দিলি ঢেলে তোর মুখে চূণ কালি।। এত বলি রুষি সদলে প্রবেশি চায় চারিদিক পানে। দেখে বনমালা রাইয়ের […] keyboard_arrow_right
  • খেলাতে হারিলে বাঁশী রমণীর মাঝে
    খেলাতে হারিলে বাঁশী রমণীর মাঝে। বাঁশীটি হারায়ে ঘরে যাবে কোন লাজে। না দিব না দিব বন্ধু তোমারে ছাড়িয়ে। মদন কুটীর ঘরে রাখিব বান্ধিয়ে।। জলকেলি করেছিলে যমুনার জলে। বসন কাড়িয়ে মোরে কত দুখ দিলে।। একদিন রাজপথে দানী হয়েছিলে। দান দেহ বলি তুমি পথ আগুলিলে।। এই বাঁশী দিবানিশি করে অপমান। এই বাঁশীর স্বরে হরে যুবতীর প্রাণ।। এই […] keyboard_arrow_right
  • গগনে নিরখি বেলা ছল করি কুটিলা
    গগনে নিরখি বেলা ছল করি কুটিলা রাধার মন্দিরে যায় ধেয়ে। গিয়া রাধার ভবনে দেখে সব সখীগণে যায় রাধা স্নানের লাগিয়ে।। দুই এক পদ যায় নন্দালয় পানে চায় দেখি মনে সংশয় জন্মিল। দেখিব কৃষ্ণ কি করে এত চিন্তি অন্তরে নন্দের মন্দিরে প্রবেশিল।। দেখে কৃষ্ণ গেল স্নানে কুটিলা কুপিত মনে দাঁড়াইয়া ক্ষণেক ভাবিল। আজি ইহার তত্ত্ব লয়ে […] keyboard_arrow_right
  • চলিলেন হরি রাধাপতি শিরে
    চলিলেন হরি রাধাপতি শিরে করি শুভ অভিসার। আয়ান বুঝিতে নাহি পারে কিছু প্রেমে পূর্ণ দেহ তার।। প্রমত্ত বারণ সম প্রেমে মাতি রাধার মন্দিরে গেল। রাণীর সন্দেশ আগে নিবেদিয়া পেটিকা রাখিয়া এল।। কহিছেন রাধা শুন সখীগণ এ কি দেখি সুলক্ষণ। কাঁপে বাম বাহু নাচে বাম আঁখি পুলকিত দেহ মন।। কহিছে ললিতা অমূল্য রতন অনায়াসে লাভ হবে। […] keyboard_arrow_right
  • নটবর গোরা রায় ভুবন মোহন
    নটবর গোরা রায় ভুবন মোহন। প্রেমের সাগর প্রভু পতিত পাবন।। প্রেমানন্দে নাচে গায় বলে হরি বোল। গৌর অঙ্গে দিছে ফাগু নাগরী সকল।। গোরা অঙ্গে ফাগু দিয়া বলি হরি হরি। প্রভু অঙ্গ নিরখয়ে যতেক নাগরী।। বদন হেরিয়া সবে আনন্দে মগন। পদধূলি আশা করে দীন অকিঞ্চন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ