আয়ান আসিয়া ডাকিছে হাঁকিয়া
দাঁড়ায়ে বাহির দ্বারে।
দ্বার খোল বলি মাতা ও ভগ্নীরে
ঘন ঘন ডাক ছাড়ে।।
উপরে থাকিয়া কুটিলা কহিছে
রাঙা করি দুটি আঁখি।
তোর চতুরতা আজি বুঝিয়াছি
নিতি নিতি দাও ফাঁকি।।
উপরে যেমন বরণ কালিম
ভিতরে তেমনই কালি।
দূর হ রাখাল কুল মজানিয়া
নতুবা খাইবি গালি।।
শ্রমেতে কাতর আয়ান তখন
রক্তিম নয়নে চায়।
বলে দ্বার খোল নতুবা কুটিলা
মরিবি পাঁচনি ঘায়।।
শুনিয়া কুটিলা দ্বিগুণ কুপিল
ইষ্টক লইয়ে হাথে।
যত পারে মুখে দেয় গালাগালি
মারে আয়ানের মাথে।।
ভুতে ধরিয়াছে ভাবিয়া আয়ান
ওঝা ডাকিবারে গেল।
দ্বিজ অকিঞ্চন আয়ান প্রহার
হরিষেতে বিরচিল।।