চলিলেন হরি রাধাপতি শিরে
করি শুভ অভিসার।
আয়ান বুঝিতে নাহি পারে কিছু
প্রেমে পূর্ণ দেহ তার।।
প্রমত্ত বারণ সম প্রেমে মাতি
রাধার মন্দিরে গেল।
রাণীর সন্দেশ আগে নিবেদিয়া
পেটিকা রাখিয়া এল।।
কহিছেন রাধা শুন সখীগণ
এ কি দেখি সুলক্ষণ।
কাঁপে বাম বাহু নাচে বাম আঁখি
পুলকিত দেহ মন।।
কহিছে ললিতা অমূল্য রতন
অনায়াসে লাভ হবে।
ভণে অকিঞ্চন পেটিকা খুলিলে
এমনি দেখিতে পাবে।।