কাতর হইয়ে পুছে রসময় শ্যাম।
আপনার নাম কহ মোরে পরিচয় দেহ
কোন জাতি কহ নিজ ধাম।।
আমি থাকি এই বনে চরাইতে ধেনুগণে
কভু নাহি দেখি হেন রীতে।
দাদা বলার সঙ্গে থাকি তোমায় কভু নাহি দেখি
এ বড় সন্দেহ মোর চিতে।।
এত শুনি কহে গোরী শুনহে ব্রজের হরি
শুন তবে দিই পরিচয়।
প্রেমময় নাম ধরি বসতি মথুরা পুরী
মাতা মোর তব পূজ্যা হয়।।
তোমার জননী যে আমার গৌরব সে
জানাই তাহারে প্রণিপাতে।
আমার যে বন্ধুগণে তাদের নাম সবে জানে
কহি পূর্ণানন্দের সাক্ষাতে।।