• আর এক দিই লেখা সকলেই বন্ধু সখা
    আর এক দিই লেখা সকলেই বন্ধু সখা দুই চারি দাসী মোর আছে। কহি শুন আর কথা পাছে হেঁট কর মাথা ননী চুরি করো ব্রজমাঝে।। যতেক ব্রজের নারী দধির পশরা সারি মথুরার বিকে তারা যায়। পথ আগুলিয়া রও দধিদুগ্ধ কাড়ি খাও এই কি উচিত তোরে ভায়।। নারীগণ সিনান করে বসন রাখিয়া তীরে তাহা চুরি কর কি […] keyboard_arrow_right
  • এই বনে কংসের আজ্ঞা নাই বলে হরি
    এই বনে কংসের আজ্ঞা নাই বলে হরি। রাই বলে এখনি ভাঙ্গিব ভারিভুরি।। কৃষ্ণ বলে স্বর্গ মর্ত্ত মোর অধিকার। রাই বলে তোমায় জানি আভীর কুমার।। কৃষ্ণ বলে ব্রহ্মা ইন্দ্র দমন করি আমি। রাই বলে নন্দের গোধন চরাও তুমি।। কৃষ্ণ বলে গোবর্দ্ধন ধরেছি কৌতুকে। রাই বলে নন্দের বাধা বহিছ মস্তকে।। এ বোল শুনিয়ে কৃষ্ণ ভাবে মনে মনে। […] keyboard_arrow_right
  • কহয়ে কিশোরী শুন সহচরী
    কহয়ে কিশোরী শুন সহচরী দেখিয়ে লাগয়ে ভয়। রাখালের বেশে কাননে আইলাম কিসে ঢাকে কুচদ্বয়।। হাসিয়া হাসিয়া কহয়ে ললিতা শুন বলি বিনোদিনী। তাহার লাগিয়া কত না ভাবিহ যাহা বলি কর তুমি।। কবরী এলায়ে কুচ ছাপাইয়ে বনেতে চরাব ধেনু। যমুনার কূলে বসি নীপমূলে বাজাইব শিঙ্গা বেণু।। ঐছন করিয়া ধেনুগণ লইয়া যমুনা পুলিনে যায়। বসি নীপমূলে নবীন রাখাল […] keyboard_arrow_right
  • কাতর হইয়ে পুছে রসময় শ্যাম
    কাতর হইয়ে পুছে রসময় শ্যাম। আপনার নাম কহ মোরে পরিচয় দেহ কোন জাতি কহ নিজ ধাম।। আমি থাকি এই বনে চরাইতে ধেনুগণে কভু নাহি দেখি হেন রীতে। দাদা বলার সঙ্গে থাকি তোমায় কভু নাহি দেখি এ বড় সন্দেহ মোর চিতে।। এত শুনি কহে গোরী শুনহে ব্রজের হরি শুন তবে দিই পরিচয়। প্রেমময় নাম ধরি বসতি […] keyboard_arrow_right
  • বনেতে প্রবেশ হয়ে বাজায় মোহন বাঁশী
    বনেতে প্রবেশ হয়ে বাজায় মোহন বাঁশী। বংশীধরের শ্রুতিমূলে প্রবেশিল আসি।। শুনিয়া বাঁশীর গান নটবর শ্যাম। চিত চমকিত হেরে সুবলের বয়ান।। এ কি অপরূপ ভাই শুনিলাম শ্রবণে। এমন বাঁশীর গানে হানিল মরমে।। পুলকিত তনু মোর সম্বরিতে নারি। যে জন বাজায় বাঁশী দাস হব তারি।। সুবলের সঙ্গে লয়ে দ্রুতগতি চলে। চাঁদকে বেড়িয়া সবে দোলে নীপমলে।। তরাসিত হইয়ে […] keyboard_arrow_right
  • সখীর সহিতে বেশের মন্দিরে
    সখীর সহিতে বেশের মন্দিরে পশিলা আনন্দ চিতে। ত্যজি নীলশাড়ী পীতধড়া পরি পাগ্‌ড়ী বাঁধিল মাথে।। মৃগমদে তনু মাখে সখীগণ যেমত হইল কানু। সিন্দূর ঝাঁপিয়া তিলক রচিল চূড়াটি প্রভাত ভানু।। মকর কুণ্ডল করে ঝলমল দোলয়ে রাধার কাণে। কটিতে ঘুঙ্গুর চরণে নূপুর রাখাল সাজে সখীগণে।। নব নব বালা রাখাল সাজিলা রাধার সুখের তরে। কহে পূর্ণানন্দ হয়ে প্রেমানন্দ যাইবা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ