এই বনে কংসের আজ্ঞা নাই বলে হরি।
রাই বলে এখনি ভাঙ্গিব ভারিভুরি।।
কৃষ্ণ বলে স্বর্গ মর্ত্ত মোর অধিকার।
রাই বলে তোমায় জানি আভীর কুমার।।
কৃষ্ণ বলে ব্রহ্মা ইন্দ্র দমন করি আমি।
রাই বলে নন্দের গোধন চরাও তুমি।।
কৃষ্ণ বলে গোবর্দ্ধন ধরেছি কৌতুকে।
রাই বলে নন্দের বাধা বহিছ মস্তকে।।
এ বোল শুনিয়ে কৃষ্ণ ভাবে মনে মনে।
কৃষ্ণকে বাঁধিল রাই আপন বসনে।।
দেখিয়া সুবল সখা দূরে পলাইল।
দাস পূর্ণানন্দর মনে আনন্দ বাড়িল।।