সখীর সহিতে বেশের মন্দিরে
পশিলা আনন্দ চিতে।
ত্যজি নীলশাড়ী পীতধড়া পরি
পাগ্‌ড়ী বাঁধিল মাথে।।
মৃগমদে তনু মাখে সখীগণ
যেমত হইল কানু।
সিন্দূর ঝাঁপিয়া তিলক রচিল
চূড়াটি প্রভাত ভানু।।
মকর কুণ্ডল করে ঝলমল
দোলয়ে রাধার কাণে।
কটিতে ঘুঙ্গুর চরণে নূপুর
রাখাল সাজে সখীগণে।।
নব নব বালা রাখাল সাজিলা
রাধার সুখের তরে।
কহে পূর্ণানন্দ হয়ে প্রেমানন্দ
যাইবা কেমন করে।।