কহয়ে কিশোরী শুন সহচরী
দেখিয়ে লাগয়ে ভয়।
রাখালের বেশে কাননে আইলাম
কিসে ঢাকে কুচদ্বয়।।
হাসিয়া হাসিয়া কহয়ে ললিতা
শুন বলি বিনোদিনী।
তাহার লাগিয়া কত না ভাবিহ
যাহা বলি কর তুমি।।
কবরী এলায়ে কুচ ছাপাইয়ে
বনেতে চরাব ধেনু।
যমুনার কূলে বসি নীপমূলে
বাজাইব শিঙ্গা বেণু।।
ঐছন করিয়া ধেনুগণ লইয়া
যমুনা পুলিনে যায়।
বসি নীপমূলে নবীন রাখাল
মোহন মুরলী বায়।।
বাঁশীর শবদে জগত ভুলিল
সুস্থির নাহিক হয়।
রাখাল সকলে লাগিল ধন্ধ
দাস পূর্ণানন্দ কয়।।