অতঃপর কিছু পরে রাধা বিনোদিনী।
চলিলা মন্দিরে নিজ লইয়া সঙ্গিনী।।
আয়ানের বেশ ধরি শ্রীহরি তখন।
জটিলা নিকটে ত্বরা করিলা গমন।।
কহিলা শুনহ মাতা সে লম্পট হরি।
আসিবে রাধার গৃহে মম বেশ ধরি।।
কদাচ তোমরা তারে পশিতে না দিবে।
যদি না নিষেধ মানে ইষ্টক মারিবে।।
বহির্দ্বার বন্ধ করি বৈসহ উপরে।
চলিলাম আমি এখন রাধার মন্দিরে।।
এত বলি চলিলেন মনেতে উল্লাস।
আনন্দিত হৈল অতি অকিঞ্চন দাস।।