একদিন একাকিনী ভাগ্যবতী নন্দরাণী
করিছেন মঞ্জুষা সাজন।
হেনকালে তথা হরি সুবলেরে সঙ্গে করি
উপজিয়া জননীরে কন।।
এ পেটিকা কার তরে সাজাইছ যত্ন করে
দিবে মা দাদায় কি আমারে।
রাণী কহে উৎকৃষ্ট তোমাদের আছে কৃষ্ণ
এ মঞ্জুষা দিব রাধিকারে।।
বলি রাণী আন কাজে গেলে নানা করি ব্যাজে
সুবলেরে বান্ধিতে কহিলা।
সেই অবকাশে হরি নিভৃতে মন্ত্রণা করি
মঞ্জুষা ভিতরে লুকাইলা।।
সুবল পেটিকা আঁটিল হেনকালে রাণী আইল
কৃষ্ণ কোথা জিজ্ঞাসে তখন।
সুবল কহয়ে মাই পথপানে গেছে ভাই
ভণয়ে দীন অকিঞ্চন।।