আয়ানের বেশে হরি বাহির হইলা।
কুটিলা নিকটে গিয়া তুরিতে ভেটিলা।।
আয়ানের স্বরে তারে বলিছেন বাণী।
কুটিলে বিজন বনে কেন একাকিনী।।
আমি ভ্রমিতেছি করি বৃষ অন্বেষণ।
তুমি কোন্ অভিপ্রায়ে কৈলে আগমন।।
কুটিলা কহিছে করি বধু অন্বেষণে।
করিয়ে স্নানের ছলা এসেছে এ বনে।।
হরি কহেন মুখে রোষ করিয়া প্রকাশ।
আমি হেথা বসি তুমি করহ তল্লাস।।
যদি কৃষ্ণ সহ তারে একত্রে দেখিবে।
নিকটে না যাবে আসি আমারে ডাকিবে।।
যদি এককিনী থাকে ছল প্রকাশিয়া।
আমার নিকটে তারে আনিবে ডাকিয়া।।
শুনিয়া কুটিলা বড় হরষিত মন।
কুটিলার অন্বেষণ ভণে অকিঞ্চন।।