রাইর পিরীতি আদর আরতি
দেখিঞা লাগিল ধন্দ।
মানের ভরমে ধরিঞা চরণে
আকুল গোকুলচন্দ।।
নাগর কান্দিতে কান্দিতে বলে।
আচম্বিতে আসি মোর কোলে বসি
অচেতন কেনে হল্যে।।
জনমে জনমে জীবনে মরণে
তোমার নফর আমি।
বিরহ আনলে তেজিব পরাণ
পিরীতি ভাঙ্গিলে তুমি।।
উঠ উঠ ধনি চরণ দুখানি
ধরহ আমার মাথে।
দীনবন্ধু বলে রাই পদতলে
যুড়িঞা যুগল হাথে।।