রাই কানু বিলসই নিকুঞ্জ মাঝারে।
সখীগণ ভাসল আনন্দ পাথারে।।
নয়নে নয়ন দোঁহার বয়ানে বয়ানে।
দুহুঁ মুখ চুম্বই দুহুঁক বদনে।।
দুখ সঞে সুখ ভেল দুহুঁ অতি ভোর।
হোর দেখ এ সখি রাই শ্যাম কোর।।
দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ভোর।
দুহুঁক নয়নে বহে আনন্দ লোর।।
নিকুঞ্জের মাঝে দোঁহার কেলি বিলাস।
রহি নেহারত নরোত্তম দাস।।