রাই বলে ”শুন বেদনী বড়াই
মোর ঘরে গিয়া বল।
কানুর চরণে শরণ পশিল
মনের মানস ভেল।।
ব্রহ্মা আদি দেবে যেই পদ সেবে
ধেয়ানে নাহিক পায়।
হেনক সম্পদ অলসে পাইল
… … …
কি করিব কুল সব যাও দূর
যাহারে দেখিলে জি।
এ সব ছাড়িয়া কি আর …
… …কি।।
যায় জাতি কুল সেও মোর ভাল
ছাড়ে ছাড়ু গুরু জনা।
ও রাঙ্গাচরণে শরণ লইলাম
কি আর কুলের পণা।।”
শুন সব সখি তোমরা যাইয়া
কহিও রাধার ঘরে।
শ্যামের বাজারে দিল সে রাধারে
চণ্ডীদাস জানে ভালে।।