রাই বোলহ করিব কি।
তিলেক তোমার পরশ না পাইলে
সেই ক্ষণে নাহি জী।।
তোমার অঙ্গের সরস পরশ
পাইলে যে সুখ উঠে।
বুখের ভিতর বান্ধিয়া রাখয়ে
ছাড়িতে পরাণ ফাটে।।
বিহি নিদারূণ করিলেক ভিন
তোমা হেন গুণ-নিধি।
এ মুখ দেখিয়া হৃদি উল্লাসয়ে
সকলি পাইনু সিধি।।
হেন লএ মনে প্রবেশিয়া বনে
তোমারে করিয়া বুকে।
বলরাম চিতে দেখি দিন রাইতে
আপন মনের সুখে।।