রাই, বড় সে দেখিল বিপরীত।
সে নব নাগর কান তোমারে কেবল মন
দেখিল সদয় অতি চিত।।
বিরহ-বেদন-শরে ভেল তনু জরে জরে
আন কহিতে নাহি আন।
শুনিতে তোমার রীত পুলক মানয়ে চিত
লোরে আঁখি হরল গেয়ান।।
শ্রবণ পরশি শুনে তোমার মাধুরী গুণে
মোহিত হইল কলেবর।
কেবল তোমার নাম নিরবধি জপে শ্যাম
কাঁপে দুটি অধর সুন্দর।।
শুনিয়া সখীর বাণী অতি ভেল বিরহিণী
কহ কহ শুনি পিয়া-গুণে।
সোনার পুথলি ঐছে অবনীতে লোটাইছে
ধারা বহে এ দুই নয়নে।।
কেমন মথুরা পুরী কেমন নাগরী নারী
কহ দেখি মরম-সজনি।
শুনিব শ্রবণ ভরি কেমন কুবুজা নারী
কত রূপ সে জন মালিনী।।
তা সনে পীরিতি করে মুগধ রসিকবরে
শুনিয়াছি পর লোকমুখে।
এত কি সহিতে পারি মনে দে গুমরি মরি
জনম গোঙানু এই দুখে।।
এত অতি ভেল মান উঠিল দারুণ মান
পিয়া কি * * * এত দূর।
চণ্ডীদাস কহে ধনি মিলব নাগরমণি
হব তুয়া মনোরথ পূর।।