রাই হেরল যব সো মুখ ইন্দূ।
উছলল মন মাহা আনন্দ সিন্ধু।।
ভাঙ্গল মান রোদনহিঁ ভোর।
কানু কমলকরে মোছই লোর।।
মান জনিত দুখ সব দূর গেল।
দুহুঁ মুখ দরশনে আনন্দ ভেল।।
ললিতা বিশাখা আদি যত সখিগণ।
আনন্দে মগন ভেল দেখি দুইজন ।।
নিকুঞ্জের মাঝে দোঁহার কেলি বিলাস।
দূরহিঁ দূরে রহু নরোত্তম দাস।।