রাগের ভজন শুনিয়া বিষম
বেদের আচার ছাড়ে।
রাগানুগমেতে লোভ বাড়ে চিতে
সে সব গ্রহণ করে।।
ছাড়িতে বিষম তাহার করণ
আচার বিষম না পারে।
অতি অসম্ভব অলৌকিক সব
লৌকিকে কেমনে করে।।
করিয়া গ্রহণ না করে যাজন
সে কেন সাধনা করে।
বুঝিতে না পারে আনাগোনা করে
ফাঁফরে পড়িয়া মরে।।
তার এ কুল ও কুল দুকুল গেল
পাথারে পড়িল সে।
চণ্ডীদাস কয় সে দেব নয়
তাহারে তরাবে কে।।