রাধাকৃষ্ণ নিবেদন এই জন করে।
দুহে দুহা রসময় সকরুণ হৃদয়
অবধান কর নাথ মোরে।।
হে কৃষ্ণ গোকুলচন্দ্র গোপিজনবল্লভ
হে কৃষ্ণ-প্রেয়সী-শিরোমণি।
হেমগৌরি শ্যামগাএ শ্রবণে পরশ পায়
গান শুনি জুড়ায় পরাণি।।
অধম সুর্গতি জনে কেবল করুণা মনে
ত্রিভুবনে এ যশ খিয়াতি।
শুনিঞা সাধুর মুখে শরণ লইল সুখে
উপেখিলে নাহি মোর গতি।।
জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ (জয়) রাধে রাধে।
অঞ্জলি মস্তকে করি নরোত্তম দাসে হেরি
এইবার পুরাহ মনের সাধে।।