রাধামাধব করু রস-পুঞ্জে।
হিম-ঋতু-দিনহিঁ মিলল দুহুঁ কুঞ্জে।।
নিবিড়-আলিঙ্গনে শীত নিবার।
এক মুখে ঘাম আরে শিতকার।।
ঐছনে কতহুঁ করত সঞ্চার।
সুরত-পয়োনিধি দুহুঁ ভেল পার।।
দুহুঁ কর গুণ দুহুঁ করু পরশংস।
রাধামোহন-পহু দুহুঁ অবতংস।