রাধামাধব যব দুহুঁ মেলি।
নিদাঘক দাহ সবহুঁ দুরে গেলি।।ধ্রু।।
তহিঁ পুন সরোবর-মন্দির মাঝ।
জল-কণ-শীকর-নিকর বিরাজ।।
সৌরভ-মিলিত গন্ধবহ মন্দ।
কি করব দিনমণি-কিরণক বন্ধ।।
তহিঁ বর সুরত-বাপি অবগাহ।
রাধামোহন পহু রসিক সুনাহ।।