রাধার আবেশে গমন মন্থর
চলিলা আবেশ হৈয়া।
শ্যাম-মন্ত্রমালা জপিতে জপিতে
প্রবেশ করিল গিয়া।।
উপবন মাঝে প্রবেশ করিল
সুখমই ধনী রাই।
প্রেমরস-ভরে আধ আধ বোল
সঘনে কহিছে তাই।।
এক সখী গিয়া সেখানে যাইয়া
কহিছে রাধার কাছে।
কি আর বিলম্ব করিছ তোমরা
চলহ তূরিত বেশে।।
নাগর শেখর একলা আছয়ে
চলহ তুরিত করি।
গিয়া বৃন্দাবনে দিলা দরশন
চণ্ডীদাস কহে ভালি।।