রাধার আরতি পীরিতি দেখিয়া
কহেন কোন বা সখী।
আজি সে তোমারে মিলব সুদিন
কমল নয়ন আঁখি।।
প্রেম অশ্রুজলে আঁখি ঢল ঢল
হৃদয় পুলক মানি।
প্রেমের হুতাশে কহিছে নিকশে
কহেন রমণী ধনী।।
কেমনে এ বনে যাইব সঘনে
পাছে কোন দশা হয়।
এই দুখ উঠে মরম-বেদন
মোর মনে হেন লয়।।
শ্যাম হেন ধন অমূল্য রতন
হৃদয়ে পড়িয়াছি।
এ দেহ তাহারে মনের মানসে
যতনে লইয়াছি।।
শ্যাম পরসঙ্গ কহিতে কহিতে
চলে রসময়ী রাধা।
প্রেমের তরঙ্গে আছে আন বোল
নিগূঢ় আছয়ে বাঁধা।।
গোপীগণ বলে হাসি রস রসে
চলহ ভুরিত করি।
কাননে কালিয়া নিভৃতে বসিয়া
করেতে মুরলী ধরি।।
ঐছন ঐছন মধুর মুরলী
এস এস বলি ডাকে।
চণ্ডীদাস কহে তুরিত গমন
চল বৃন্দাবন মুখে।।