রাসবিলাস মুগধ নটরাজ।
যূথহি যূথ রমণীগণ মাঝ।।
দুহুঁ দুহঁ নয়ানে নয়ানে ভেল মেলি।
হেরি সখীগণ আনন্দ ভেলি।।
ললিতা বিশাখা আদি যত সখীগণ।
আনন্দে মগন ভেল দেখি দুহঁ জন ।।
নিকুঞ্জ মাঝারে দোঁহার কেলি বিলাস ।
দূরে রহি নিরখত নরোত্তম দাস।।
রাসবিলাস মুগধ নটরাজ।
যূথহি যূথ রমণীগণ মাঝ।।
দুহুঁ দুহঁ নয়ানে নয়ানে ভেল মেলি।
হেরি সখীগণ আনন্দ ভেলি।।
ললিতা বিশাখা আদি যত সখীগণ।
আনন্দে মগন ভেল দেখি দুহঁ জন ।।
নিকুঞ্জ মাঝারে দোঁহার কেলি বিলাস ।
দূরে রহি নিরখত নরোত্তম দাস।।