রিপু পঁচসর জনি অবসর
হথে সরাসন সাজে।
হেরি সূন পথ ঘটী মনোরথ
কে জান কি হোইতি আজে।।
নিফল ভেলি জুবতী।
হরি হরি হরি রাতি তেজ হরি
পলটলি নহি দূতী।।
সাজি অভিসারা পড়ি আঁধিয়ারা
উগি জনু জা বোরা।
আরতি বেরা জঞো হো মেরা
লাখ গনু সুঅ থোরা।।