রূপ কলাগুণ সব বৈদগধি
নিরূপম সব নিরমাণে।
বেশ বিলাস অলপ … কেনে
কোন ধনি ধরএ পরাণে।।
সজনি না করব আন পরথায়।
শ্যাম নায়র নব-নেহ -জড়িত
জীউ মঝু মনে আন নাহি ভায়।।
হাস রভস রসলীলা কৌতুক
প্রেম-পরশ রস গরিমা।
নিতি নব পিরিতি পসারি পসারয়ে
কে কহু সে সুখ সীমা।।
(য)ছুক আলাপনে যব তার দরসন
কুলবতি কুলটা ভেল।
জ্ঞানদাস কহ পুছইতে না সহ
গুরু গৌরব দূরে গেল।।