রূপ দেখি মোহিত হইল কত জনা।
নগরে চাতরে সব পড়িল ঘোষণা।।
“রূপবতী কুলবতী ছাড়ে নিজ পতি।
জনমিয়া হেন রূপ নাহি দেখি কতি।।”
বৃকভানুপুরে যত পুরবাসিগণ।
মুগধ হইয়া রহে দেখিয়া সুঠান।।
“এ বড় বিষম বাজি কখন না দেখি।
কি আনন্দ দেখিয়া মজিল যেন আঁখি।।”
লাগিল মোহ-নিগড়া রহে এক চিতে।
তটস্থ হইয়া রহে কেহ কোন ভিতে।।
মদন-মূরতি দেখি রাজা বৃকভানু।
গদগদ সর্ব্ব ভেল পুলকিত তনু।।
সম্বিত পাইয়া রাজা বলে ধীরে ধীরে।
“দেখিল নয়ান ভরি রূপ সুমধুরে।।
প্রাণ কাঁদে চাহিতে মধুর মূরতি দেখি।”
চণ্ডীদাস রহে তথা সে রূপ উপেখি।।