রূপেতে ভ্রমরা গুণে ননীচোরা
বিভব ধবলি বসতি গাছে।
জাতিতে গোয়াল রাখ ধেনুপাল
রাখালিয়া মতি কভু না ঘোচে।।
হেদে হে ত্রিভঙ্গ ছার রসরঙ্গ
কেন কোলাহল করিছে মিছে।
যদি কর গোল শিরে ঢালি ঘোল
দিব প্রতিফল বুঝিবে পাছে।।
যদি চাহ ভাল ওহে চিকণ কাল
ঘনায়ে ঘনায়ে এসো না কাছে।
কহে যদুনাথ মথুরার নাথ
জান নাকি রাজা কংস আছে।।