রূপ দেখি যত মথুরা-নাগরী
মোহিত হইল তারা।
তাথে প্রেমরসে কুলের কামিনী
চৈতন্য নাহিক কারা।।
কে হেন ও রূপ নিরমান কৈল
কত সুধা দিয়া রাশি।
গড়ল হরষে এমনি পরশে
এমতি গতিকে বাসি।।
ধন্য সে রসিয়া এমন কালিয়া
নিরমাণ কৈল দেহা।
গঠন সুঠন করি একমন
নয়ন খঞ্জন রেহা।।
চৌরস কপাল উঘ রাতাপল
দশন কুন্দের কলি।
দেখিয়া শুনিয়া ফুলের ভরমে
উড়িয়া বুলিছে অলি।।
বাহু সে মৃণাল অতি সে বিশাল
হৃদয়ে কুঞ্জর কুঞ্জ।
করীর বদন করে যেই জন
নিতম্ব ক্ষীণ হি দম্ফ।।
যেন বা হিঙ্গুল দলিয়া অঞ্জন
যাবক মিশায়ে তায়।
এমন না শুনি চরণ দুখানি
দীন চণ্ডীদাস গায়।।