রে শ্যাম বিশেষ চাতুরি ছোড় । কপট না কর কোঁর।।ধু
আছিলা কথাএ শ্যাম সুধামএ স্বরূপে কৈঅরে এথা।
হামো পরিহরি কার সনে নিশি রজনী গোআইলা কথা।।
নিশি উজাগর নআন রাতুল বআন ঝামর ভেল।
কোন বিদগধি কাম কলা নিধি রছ (রস) নিঠুরিআ (?) গেল।।
অহনিশি জাগি নিদে ডগমগি নআন ওহার সাখি।
জে হেন চকোর দেখি দিবাকর উরিতে লবএ পাখী।।
সুরঙ্গ অধর কাজলে মলিন সিন্দুর উজল ভালে।
বিম্বুফল পর জে হেন ভ্রমর সুর শোভে ঘন মালে।।
আবঝলে কহে ধনি দআমএ (দয়াময়) ও জুগ জীবন সার।
হেন গুণনিধি চাহ (চাহে?) নাকি আখি আপে আপ দেখিবার।।