লাবণ্য জল তোর সিহাল কুন্তল

লাবণ্য জল তোর সিহাল  কুন্তল।
বদন কমল শোভে আলক ভষল।।
নেত্র উতপল তোর নাসা ণাল দণ্ড।
গণ্ডযুগ শোভে মধুক অখণ্ড।।
সুন্দরি রাধা ল  সরোঅরময়ী।
দুসহ  বিরহজরে  জরিলা  কাহ্নাঞি।।ধ্রু।।
হাস কুমুদ তোর দশন কেশর।
ফুটিল  বন্ধুলী ফুল বেকত আধর।।
বাহু তোর মৃণাল কর রাতা উতপল।
অপুরুব কুচ  চক্রবাক যুগল।।
ঈষত ফুটিত পদ্ম তোর নাভি থানে।
কনকরচিত  তোর ত্রিবলী সোপানে।।
গুরুঅ নিতম্ব পাট শিলা বিদ্যমানে।
আরপিল  হেম পাট শোভের জঘনে।।
গরুঅ উরু ণাল পদ হেম কমল।
তাত সুললিত  রএ নূপুর ভষল।।
তোহ্মা ছাড়ী নাহিঁ জর হরণ উপাএ।
বাসলী শিরে  বন্দী  চণ্ডীদাস গাএ।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ