লাবণ্য জল তোর সিহাল কুন্তল।
বদন কমল শোভে আলক ভষল।।
নেত্র উতপল তোর নাসা ণাল দণ্ড।
গণ্ডযুগ শোভে মধুক অখণ্ড।।
সুন্দরি রাধা ল সরোঅরময়ী।
দুসহ বিরহজরে জরিলা কাহ্নাঞি।।ধ্রু।।
হাস কুমুদ তোর দশন কেশর।
ফুটিল বন্ধুলী ফুল বেকত আধর।।
বাহু তোর মৃণাল কর রাতা উতপল।
অপুরুব কুচ চক্রবাক যুগল।।
ঈষত ফুটিত পদ্ম তোর নাভি থানে।
কনকরচিত তোর ত্রিবলী সোপানে।।
গুরুঅ নিতম্ব পাট শিলা বিদ্যমানে।
আরপিল হেম পাট শোভের জঘনে।।
গরুঅ উরু ণাল পদ হেম কমল।
তাত সুললিত রএ নূপুর ভষল।।
তোহ্মা ছাড়ী নাহিঁ জর হরণ উপাএ।
বাসলী শিরে বন্দী চণ্ডীদাস গাএ।।