“শুনহ সজনি আর কি দেখহ
মরণ হইল সারা।
যাইয়া যমুনা মরিব সজনি
এ শুন আমার ধারা।।”
এই মনে ঠানি সকল গোপিনী
যাইয়া যমুনাকূলে।
সহ গোপীগণ হেন কৈল মন
ঝাঁপ দিতে সেই জলে।।
বুঝিল নিশ্চয় সেই যদুরায়
স্ত্রী- বধ-পাতকী ভয়ে।
আসি দেখা দিল সেই সে নাগর
বচন মধুর কয়ে।।
দেখিয়া নাগর গুণের সাগর
নবীন ব্রজের রামা।
চণ্ডীদাস বলে নাগরী সকল
উঠলি উথল প্রেমা।।