”শুন গোয়ালিনী উপমা দিয়াছ
কংসের আরতিপনা।
ছাওয়াল বেলাতে পুতনা বধিল
তার রীত আছে জানা।।
কি করিতে পারে তোর কংস রাজা
পুতনা বধিল যবে ।
তারে কি দেখাসি যোগানী বলিয়া
তাহারে বধিব করে।।”
চণ্ডীদাস বলে দোঁহার পীরিতি
অমিয়া রসের সার।
দুঁহু রসসিন্ধু দানছলা রস
অপার মহিমা সার।।