“শুন গো বড়াই মোর ।
আজু শুভদিন হইল আমার
বঁধুয়া পাইনু কোড়।।
যাহার লাগিয়া এত পরমাদ
সে সব সফল মানি।
মনের বাসনা পূরিল আমার
বাটে পানু যাদুমণি।।
আয়ানে যাইয়া এই কহ গিয়া
রাধারে সুঁপিল শ্যামে।
রাধা বটে রাধা তার রাঙ্গা পায়ে
পশিল মনের সনে।।
আর কিবা মোর সে ঘর করণে
ধরম সরম কাজ।
কুল শীল মোর যে হকু সে হকু
পড়িয়া যাউক বাজ।।
বহু পুণ্য দশা পাই ফল ভাসা
সফল করিয়া মানি।”
চণ্ডীদাস সুখী দোঁহার পিরিতি
এমন নাহিক শুনি।।