শুন গো বড়াই হেথা

শুন গো বড়াই হেথা।
কহ কহ শুনি সে জন কেমন
তার পরসঙ্গ কথা।।
কোন নাম তার সে কোন দেবতা
সে কেনে ঘাটেতে বসি।
বড়াই কহিছে এখনি জানিবে
সঙ্গে আছে তার বাঁশী।।
বাঁশীর নিশান জানিয়া তখন
হাসি বিনোদিনী রাধা।
”তাসনে কিসের পরিচয় মোর
কি আর করহ বাধা”।।
”সে জন চাতুরী তাহার মাধুরী
তার নাম কালা কানু।।
বা চাহে তা দেই ইথে আন নাই
অতি সে রসের তনু।।”
রাধা বলে শুন ”বড়াই বেদনী
চলিতে না চলে পা ।”
বড়াই বলিছে রাই পানে চেয়ে
”তোমার রসের গা।।
বুড়ীরে কি বল যে বল সে বল
বুড়ীর নাহিক লাজ।
যুবতী জনারে পরশিতে তনু
চলই দানের মাঝ।।”
চণ্ডীদাস বলে গিয়া দান ছলে
ভেটহ নাগর রায়।
শ্যাম সুনাগর রসের সাগর
কদম্ব তরুর ছায়।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ