শুন ধনী রাধা রূপের গরব

”শুন ধনী রাধা রূপের গরব
কহনা আমার কাছে।
গুণ নাহি যার কিবা রূপ তার
শুন কহি তোর কাছে।।
দেখিতে সুন্দর সোণার বরণ
উত্তম সোণার ফুল।
রূপ আছে তাথে গুণ নাহি তার
ফেলায় করিয়া দূর।।
কেহ নাহি পরে নহি বাস গন্ধ
তার বা ঐছন রীত।
নির্গুণে কে করে গুণকে আদর
বুঝহ আপন চিত।।
তাল ফল যেন দেখি যে সুন্দর
খাইতে লাগয়ে তিতা।
কটার বরণ নহে সুশোভন
কি কহ রূপের কথা”
চণ্ডীদাস বলে শুন বিনোদিনী
দোঁহার আরতি রীত।
কে ইহা বুঝিব কাহার শকতি
দোঁহে সে দোঁহার চিত।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ