”শুন ধনী রাধা রূপের গরব
কহনা আমার কাছে।
গুণ নাহি যার কিবা রূপ তার
শুন কহি তোর কাছে।।
দেখিতে সুন্দর সোণার বরণ
উত্তম সোণার ফুল।
রূপ আছে তাথে গুণ নাহি তার
ফেলায় করিয়া দূর।।
কেহ নাহি পরে নহি বাস গন্ধ
তার বা ঐছন রীত।
নির্গুণে কে করে গুণকে আদর
বুঝহ আপন চিত।।
তাল ফল যেন দেখি যে সুন্দর
খাইতে লাগয়ে তিতা।
কটার বরণ নহে সুশোভন
কি কহ রূপের কথা”
চণ্ডীদাস বলে শুন বিনোদিনী
দোঁহার আরতি রীত।
কে ইহা বুঝিব কাহার শকতি
দোঁহে সে দোঁহার চিত।।