শুন শুন শুন আমার বচন
কহিছে মরম সখী।
আঁখি আড় কভু না হও তাহার
শুনহ কমলমুখি।।
রাই বলে বড় আছে ওই ভয়
পরাণ না হয় স্থির ।
মনের বেদনা বুঝে কোন জন
এ বুক মেলয়ে চির।।
স্বতন্তর নই গুরু পরিজনা
তাহারে আছয়ে ডর।
যেন বেড়াজালে সফরি সলিলে
তেমতি আমার ঘর।।
নহে বা শ্যামের অতি কুতূহলে
হেরি ও বদন সদা।
সবার মাঝারে কুলকলঙ্গিনী
সব জন বলে রাধা।।
সে সব কলঙ্ক পরিবাদ যত
সৌরভ করিয়া নিনু ।
এত দিন যত পাড়ার পরশী
তাতে তিলাঞ্জলি দিনু।।
চণ্ডীদাস কহে সে শ্যাম তোমার
তুমি সে তাহার প্রিয়া।
মিছাই বচন লোকের সূচনা
আমি ভাল জানি ইহা।।