শ্যামের মুরলী শুনিতে পাই।
পিছু না গণয়ে ধাইয়া যাই।।
কারু পতি দেখি রাখিল বান্ধি।
যাইতে না পারে মরয়ে কান্দি।।
সোঙরি শ্যামের পিরীতি লেহ।
তখনি ছাড়িল আপন দেহ।।
গুণময় দেহ তেজিয়া তবে।
শ্যামচাঁদ আগে পাইল সভে।।
সকল গোপিনী হইয়া সুখী।
এ বড় কৌশল দেখ না সখি।।
ইহাদের পতি বান্ধিয়া থুইল।
কেমন করিয়া গোবিন্দ পাইল।।
নিমানন্দ দাস বলিছে তায়।
চিন্তিয়া পাইল এ শ্যাম-রায়।।