শ্যাম আন না লয় মনে। ভুবন মোহন রূপ লাগিছে মরমে।।
মণিময় কুণ্ডল কর্ণেত দোলে নবরঙ্গ বন মালা হিয়ার মাঝে লোলে।
চরণে শরণ লৈলুঁ না বাসিও ভিন সহজে অবলা মুঞি পরের অধীন।
সৈয়দ মর্তুজা কহে রসময় শ্যাম চরণে শরণে লৈলুঁ পাইয়া নিজ নাম।