শ্যাম নাগর মনোহর রস গাগরি গোরি।
নবজলধর জনু উজোর কত থির বিজুরি।।
ফাগুয়া খেলত কাননে বর রসিক মুরারি।
সঙ্গে অনঙ্গ-রঙ্গিনি নব রঙ্গিনি নারি।।
কানুক হৃদয় হার হরি পুন রতিরসে ভোর।
উচ কুচ কঞ্চুক লুঞ্চয়ে পুন হাসি দেই কোর
গোবিন্দদাস পহু রসিক মুরারি।
কত কত লীলা করত বিথারি।।