শ্যাম বন্ধুয়ার আড়ালে, ভাইস উঠি নয়ন জলে।।
ভবে আসি লাগছে ফাসি কান্দি বসি নিরলে।।
(আর) ডাক্তার বাবু বলে মোরে, তোমার কালা জ্বর হইছে শরীরে।।
আমি বলি মরি জ্বলি নাহি কলি সুফুলে।।
দিবানিশি আছি জাগি; বন্ধু তোর দ্বারে ভিক্ষা মাঁগি।।
আসবে বলে দাস বানাইলে না আসিলে শেষকালে।।
আগে দেখাই শশীকলা; বন্ধো ! শেষে দিলে কানমলা।।
গাছে তুইলে মই সরাইলে চোর ঠরাইলে দলিলে।।
মতাহিরে ভাবনা করে, বন্ধো ! দিন কাটাইলাম ভাইকা তোমারে।।
মরণকালে কল্মা দিলে কিবা দুঃখ যায় চলে।।