শ্যাম বামে বৈঠল বিনোদিনী রাই।
দোঁহ রূপের কিবা শোভা কি কহব তাই।।
লাখ বয়ান বিহি না দিল হামারি।
লাখ নয়ন নাহি দিলে হেরি ওরূপ মাধুরি।।
তড়িতে জড়িত যেন নব জলধার।
নীলমণি মাঝে কাঁচা সুবর্ণ বিহার।।
জ্ঞানদাসেতে কহে বলিহারী যাই।
জনমে জনমে রূপ হেরি যেন তাই।।