শ্রীগুরুচরণে রতি মতি কর সার।
তবে সে হইবে ভাই ভবসিন্ধু পার।।
ভজনের ক্রম তবে হবে উদ্দীপন।
দিনে দিনে মতি ফিরে শুদ্ধ হয় মন।।
দৃঢ় করি সাধু পদ হৃদে কর সার।
মনের অভীষ্ট জ্ঞান শচীর কুমার।।
নিরবধি তার পদ হৃদয়ে ভাবনা।
ভাবিতে ভাবিতে হবে অবশ্য করুণা।।
নরোত্তম দাস সদা কান্দে রাত্রি দিনে।
শ্রীগুরুপদে রতি নাহি তরিব কেমনে।।