শ্রীদাম সুদাম সঙ্গে যে রস করিনু রঙ্গে
বলি পহুঁ করে উতরোল।
মুরলী মুরলী করি মুরছিত গৌরহরি
পড়ে পহুঁ গদাধর কোল।।
রাস রস বৃন্দাবন প্রিয় সখা সখীগণ
উপজয়ে প্রেমের তরঙ্গ।
বাসুদেব রামানন্দ স্বরূপ জগদানন্দ
সাথে পহুঁ নয়হরি সঙ্গ।।
রাধার ভাবে বিভোরা বরণ হইল গোরা
রাধা নাম জপে অনুক্ষণ।
ললিতা বিশাখা বলি পুহঁ যান গড়াগড়ি
কাঁহা মোর গিরি গোবর্দ্ধন।।
কাঁহা যমুনার তট কাঁহা মোর বংশীবট
বলি পুন হরল চেতন।
এ দীন গোবিন্দ ঘোষে না পাওল লবলেশে
ধিক্ রহু ঐছন জীবন।।