বসিলা গৌরাঙ্গচাঁঁদ রত্নসিংহাসনে। শ্রীবাস পণ্ডিত অঙ্গে লেপয়ে চন্দনে।। গদাধর দিন গলে মালতীর মালা। রূপের ছটায় দশদিক্ হৈল আলা।। বহু উপহার যত মিষ্টান্ন পক্কান্ন। নিত্যানন্দ সহ বসি করিলা ভোজন।। তাম্বূল ভক্ষণ করি বসিলা আসনে। শচীদেবী আইলেন মালিনীর সনে।। পঞ্চদীপ জ্বালি তেহঁ আরতি করিলা। নীরাজন করি শিরে ধান্য দূর্ব্বা দিলা।। ভক্তগণ করে সবে পুষ্প বরিষণ। অদ্বৈত আচার্য্য […]
keyboard_arrow_right